মোবাইল ফোন মেরামত বিষয়ক ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করন প্রকল্পের অনুকুলে মোবাইল ফোন মেরামত বিষয়ক ২১ দিনব্যাপী ভ্রাম্যমান অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার সিতাংশূ রঞ্জন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. পনিরুজ্জামান, সাংবাদিক মো. আসহাবুর ইসলাম শাওন, সমাজসেবক মো. মুক্তার মিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস